প্রধানমন্ত্রীর নির্দেশে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়িতে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় সদস্যরা। মঙ্গলবার দুপুরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন এবং সুবিধাভোগীদের খোঁজখবর নেন তারা।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, কাজিপুর আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান।
আরও উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী তালুকদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রনি, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলামসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। আশ্রয়ণ প্রকল্পে তিন দফায় ২৬৪ জন গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই