রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল রাতে কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করেন। সকাল এ ধারা বলবৎ রাখতে কাপ্তাই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় অতিরিক্ত পুলিশ। একই সাথে টহল অব্যাহত রেখেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন ভাড়াসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাঙামাটির কাপ্তাই উপজেলা শাখা বিএনপির নেতাকর্মীদের প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল কাপ্তাই বড়ইছড়ি চত্বরে। অন্যদিকে একই স্থানে কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে তারেক জিয়ার ফাঁসির দাবিতে সমাবেশের আয়োজন করে। এ ঘটনাকে কেন্দ্র করে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার জন্য তাৎক্ষণিক ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, জনস্বার্থে শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুন্ন রাখতে সকাল ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই উপজেলা সদর এবং এর আশেপাশের এলাকায় সকল প্রকার সমাবেশ, মিছিল, লোক সমাগম, চার বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল এবং আইনশৃঙ্খলা পরিপন্থী সকল অবৈধ কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
কাপ্তাই থানার কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, যে কোনো নাশকতা, দাঙ্গা হাঙ্গামা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে পুলিশ মাঠে কাজ করছে।
বিডি প্রতিদিন/ফারজানা