ফেনীতে ৪০ কেজি গাজাঁসহ ২ জনকে আটক করেছে র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। শনিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ঢাকা চট্রগ্রাম মহাসড়কস্থ ফতেহপুর স্টার লাইন এল পি জি ফিলিং ষ্টেশনের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানার শামবকশী এলাকার চারু মিয়ার ছেলে মো. জিলানী (২৫) ও একই জেলার কোতয়ালি মডেল থানার হরিপুর এলাকার হাফেজ আহম্মদ এর ছেলে হাসান আহম্মদ (২২)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় দুইজনকে আটক করে তাদের কাছে থাকা তিনটি প্লাস্টিকের ও দুইটি পাটের বস্তার ভিতর হতে সর্বমোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব ৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক সাদেকুল ইসলাম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ