লোকাল গর্ভন্যান্স সার্পোট প্রজেক্ট (এলজিএসপি-৩) এর জেলা পর্যায়ের অগ্রগতি ও অর্জন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে রাজবাড়ী অফিসার্স ক্লাবে রাজবাড়ী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
কর্মশালায় রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দীন চৌধুরী, স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার শিবরাজ চৌধুরী, জেলা ফ্যাসিলিটিজ অফিসার মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। অবহিতকরণ সভায় জেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ