বগুড়ায় ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেফতার করেছে। আজ রবিবার সকাল ৯টার দিকে ছিলিমপুর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- বগুড়া শিবগঞ্জের ঘুন্ডোলা এলাকার মৃত তৈমুর হোসেনের ছেলে মাইনুল হক (৩২) ও খোন্দা মাস্তানবাজার এলাকার লাল চানের ছেলে মোস্তাকিন ইসলাম (১৮)।
বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শজিমেকের সামনে অভিযান চালানো হয়। অভিযানে ১১ কেজি গাঁজাসহ মাইনুল ও মোস্তাকিমকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর