ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে মাদকসহ ৫ জনকে আটক করা হয়েছে। রবিবার ভোর রাতে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার চান্দুরা ইউনিয়নের কালিসীমা গ্রামের আবু হানিফের ছেলে আকাশ প্রকাশ আক্কল আলী (২৭), আবু হানিফের মেয়ে ১ টি জিআর ও ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আউলিয়া বেগম (৪০)কে ৯৫ বোতল ফেন্সিডিল সহ আটক করে পুলিশ। এদিকে থানা পুলিশের পৃথক অভিযান চালিয়ে ইছাপুরা ইউনিয়নের দেওয়ান বাজার টু মির্জাপুরগামী মামা ভাগিনা কম্পিউটার দোকানের সামনে পাকা রাস্তার উপর ভোরে অভিযান চালিয়ে মোঃ তুহিন (২৫), মজিদুল ইসলাম (২৪)। তাদের বাড়িয়া মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার গোয়ালীমান্ডা গ্রামে। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এদিকে আউলিয়া বাজারের পুলিশের অভিযানে উপজেলার কালামুড়া গ্রামের মোঃ সিদ্দিক মিয়া (৩৯) কে ১১ বোতল স্কফ সিরাপসহ গ্রেফতার করে পুলিশ।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রাজু আহমেদ জানান, উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এএম