ফরিদপুরের নগরকান্দায় খাল থেকে ব্যাটারি চালিত একটি রিকশা উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার রামনগর ইউনিয়নের বালিয়ারটান ব্রিজের নিচে খাল থেকে রিকশাটি উদ্ধার করা হয়। তবে রিকশা চালকের কোন সন্ধান পাওয়া যায়নি। নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন রিকশা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, রবিবার সকালে বালিয়ারটান ব্রিজ সংলগ্ন খালের পাশে রহস্যজনক অবস্থায় অটোরিকশার ৪টি ব্যাটারি ও একজোড়া জুতা পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন। আশপাশে কাউকে দেখতে না পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ আসলে স্থানীয়দের সহায়তায় খালের পানি থেকে রিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আকমান হোসেন জানান, আমরা প্রথমে ব্রিজের পাশে একজোড়া সেন্ডেল ও ঝোপের ভেতরে অটো রিকশার ৪টি ব্যাটারি পড়ে থাকতে দেখি। আশপাশে কাউকে না পেয়ে আমরা পুলিশকে খবর দেই। পুলিশ এসে রিকশাটি উদ্ধার করে। তবে রিকশাটি আমাদের এলাকার কারো পরিচিত না।
নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রিকশাটি উদ্ধার করেছে। আমরা রিকশার মালিকের পরিচয় জানতে পেরেছি। রিকশাটি ফরিদপুর সদর উপজেলার ভাজনডাঙ্গা এলাকার মনির খান নামের এক ব্যক্তির। রিকশাটি ভাড়ায় চালাতেন সাদ্দাম নামের এক লোক। শনিবার থেকে রিকশা চালক সাদ্দাম নিখোঁজ রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল