সিরাজগঞ্জের উল্লাপাড়া অনৈতিক কার্যকলাপসহ ব্ল্যাকমেইল করার অভিযোগে দুই প্রতারক নারীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে উল্লাপাড়া মডেল থানা পুলিশ দু’জনকে গ্রেফতার করে। আটককৃতরা হলো উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা পারকুল গ্রামের মাজেদ আলীর মেয়ে রতনা খাতুন (২৮) এবং উপজেলার শ্রীফলগাঁতী গ্রামের শাহিদা খাতুন (৩৫)।
উল্লাপাড়া পশ্চিমপাড়ার বাসিন্দা শামীম রেজার লিখিত অভিযোগের ভিত্তিতে পৌর শহর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, উল্লেখিত দুই নারী আরও কয়েকজন পুরুষ ও নারী সহযোগীকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে এলাকার স্বচ্ছল ব্যক্তি এবং ব্যবসায়ী যুবকদের ফোন করে নানা কৌশলে তাদের আস্তানায় নিয়ে প্রতারণা করতো।
অভিযোগ রয়েছে, প্রেমের অভিনয় করে বিভিন্ন রকম অশ্লীল ভিডিও ও ছবি তুলে এবং ভুয়া কাবিন নামা তৈরি করে তাতে স্বাক্ষর করিয়ে যুবকদেরকে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে আসছিলেন তারা। নজরুল ইসলাম আরও বলেন, এরই মধ্যে উল্লাপাড়া পশ্চিম এলাকার বাসিন্দা শামীম রেজা তাদের ফাঁদে পড়েন এবং প্রতারক চক্র তার কাছে ৫ লাখ টাকা দাবি করে এবং জোরপূর্বক নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। এঘটনায় ভুক্তভোগী শামীম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
তিনি জানান, প্রতারক চক্রের ৩ সদস্যে বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রতনা ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হওয়ায় আদালতে পাঠানো হয়েছে এবং শাহিদা খাতুনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/শফিক