নোয়াখালীতে সাত হাজার ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদক দ্রব্য অধিদফতর। তার আসমা বেগম (৩০)।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার পুরাতন পুলিশ কোয়ার্টার থেকে সাত হাজার পিস ইয়াবা ও আট গ্রাম আইসসহ তাকে আটক করা হয়। এ সময় তার স্বামী ইউনুছ পালিয়ে যান।
সোমবার রাতে জেলা মাদক অধিদফতর উদ্যোগে এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আটককৃত নারী ও তার স্বামী দীর্ঘদিন কক্সবাজারের উখিয়া থেকে মাদক নিয়ে বিভিন্ন স্থানে ব্যবসা চালিয়ে আসছিলেন। তার স্বামীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের গ্রামের বাড়ী সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রামে।
বিডি প্রতিদিন/কালাম