রাজবাড়ীতে গুম দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে আজাদী ময়দানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী প্রেসক্লাব চত্বরে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা একত্রিত হওয়ার চেষ্টা করেন। মানববন্ধনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দেয়। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা স্থান ত্যাগ করে আজাদী ময়দানে সমবেত হয়।
সেখানে জেলা বিএনপির নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মী মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু ও সদস্য সচিব মো. কামরুল আলম বক্তব্য রাখেন।
এ সময় জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর ইসলাম রোমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিকুর রহমান লিখন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই