রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন যুবলীগের সভাপতির ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ ও মিছিল বিক্ষোভ করেছে জেলা যুবলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সংগঠনটির উদ্যোগে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন পৌর মেয়র ও যুবলীগের সভাপতি মো. আকবর হোসেন চৌধূরী।
সমাবেশে পৌর মেয়র আকবর হোসেন চৌধূরী বলেন, পার্বত্যাঞ্চলে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাখির মতো গুলি করে হত্যা করছে আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীরা। আঞ্চলিক সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা চায় না কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবক-যুবতী জাতীয় রাজনৈতিক দলে অংশগ্রহণ করুক। আর যারা আওয়ামী লীগের পথে হাঁটছে তাদের ওপর চলছে নির্যাতন, গুম, খুন, হামলা। সরকার ও প্রশাসনকে এসব সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে যাওয়ার দাবি জানান তিনি।
পরে জেলা যুবলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা এসে শেষ হয়। এতে যুবলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ্রগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/ফারজানা