নোয়াখালীর সেনবাগে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় বিএনপির ১২৯৫ জন নেতাকর্মীকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে সেনবাগ থানায় দায়ের করা একটি মামলার বাদী এসআই সবুজ চন্দ্র পাল। অপরটির বাদী ডমুরুয়া ইউনিয়ন পরিষদের সদস্য আওয়ামী লীগ কর্মী শাখাওয়াত হোসেন উজ্জল। এখন পর্যন্ত মামলায় ১৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী জানান, পুলিশের ওপর হামলার অভিযোগে এসআই সবুজ চন্দ্র পালের দায়ের করা মামলায় ২২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত সাড়ে ৪০০ জনকে আসামি করা হয়েছে।
এছাড়া আওয়ামী লীগ কর্মী শাখাওয়াত হোসেন উজ্জলের দায়ের করা মামলায় এজাহারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজি মফিজুর রহমান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানসহ ২২১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৪০০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত মামলার ১৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, তেল-গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার বিকেলে সেনবাগ উপজেলা বিএনপি ডুমুরুয়া ইউনিয়নের ইটভাটা মাঠে সমাবেশ আয়োজন করেছিল। বিএনপির নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে আওয়ামী লীগ কর্মীদের সাথে তাদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ ও ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়সহ কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/এমআই