আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের কারণে দেশের পতন হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। তিনি বলেন, মন্ত্রী-এমপিদের অপক্ষমতায় ব্যবহার হচ্ছে টাকা। আর দেশের হাজার হাজার কোটি টাকা নীরবে পাচার হচ্ছে বিদেশে। এভাবে দেশ ও দেশের মানুষকে দুর্ভিক্ষের মধ্যে ঠেলে দিয়েছে এ সরকার।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রাঙামাটি জেলা বিএনপির উদ্যোগে দেশের জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম এসব কথা বলেন। এসময় বিএনপির কেন্দ্রীয় কমীটির ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান ও জেলা বিএনপির সভাপতি দীপনে তালুকদার দীপু, সধারণ সম্পাদ মো. মামুনুর রশিদ মামুন, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান উপস্থিত ছিলেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম আরও বলেন, আওয়ামী লীগ সরকার গর্ব করে বলে, দেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তাহলে সে দেশের সাধারণ মানুষ কেন না খেয়ে আছে? দেশের মানুষের পেটে ক্ষুধা রেখে এ সরকার কখনো সফল হতে পারে না। সাধারণ মানুষ এসব আর মেনে নেবে না। আগামী নির্বাচনে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারেক জিয়ার নেতৃত্বে বিএনপির আবারও ক্ষমতায় আসবে। দেশের মানুষকে এ জিম্মি দশা থেকে মুক্ত করবে।
পরে সংগঠনটির উদ্যোগে রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। এতে জেলা বিএনপির নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/ফারজানা