গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে জাতীয় শোক দিবসের শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি। মঙ্গলবার সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মোনায়েম হোসেন ও মহাসচিব অধ্যাপক ডা. মো জাহাঙ্গীর আলমের নেতৃত্বে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে তারা পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ৭৫-এর ১৫ আগস্টে শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল গণি মোল্লা, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সাবেক মহাসচিব অধ্যাপক ডা. ওয়াহিদুর রহমান, অধ্যাপক ডা. সৈয়দ সহিদুল ইসলাম, ডা. মিজানুর রহমান কল্লোলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই