বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) বগুড়ার বাফার গুদামে নকল সন্দেহে ১৭ ট্রাক টিএসপি সার আটক করা হয়েছে। বগুড়া বাফার গুদামের কর্মকর্তারা বলছেন, গোপন সংবাদ থাকায় ও নকল সন্দেহে আপাতত আটক করে রাখা হয়েছে। সার খালাস করা হচ্ছে না। পরীক্ষার পর সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এদিকে, সারগুলো পরীক্ষার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার বগুড়ায় পৌঁছে কার্যক্রম শুরু করেছে। তদন্তকমিটির সদস্যরা হলেন চট্রগ্রামের পতেঙ্গা টিএসপি কমপ্লেক্সের উপপ্রধান রসায়নবিদ রেজাউল হক, ব্যবস্থাপক (প্রশাসন) মাজহারুল ইসলাম ও সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) আউয়াল হোসেন। মঙ্গলবার দুপুরে তদন্ত কমিটির সদস্যরা সারের নমুনা সংগ্রহ করেন।
বগুড়া বাফার সূত্র বলছে, সোমবার রাত তিনটার সময় চট্টগ্রামের পতেঙ্গার টিএসপি সার কারখানা থেকে সাতটি ট্রাক বোঝাই করে বগুড়ায় পৌঁছায় সার। এ সময় সারগুলো নকল ও ভেজাল মনে হয় কর্তৃপক্ষের কাছে। এরপর সারসহ সাতটি ট্রাক আটক করে রাখা হয়। প্রতিটি ট্রাকে ২৮০টি বস্তা করে সাতটি ট্রাকে ৯৮ হাজার কেজি টিএসপি সার আছে। পরবর্তীতে মঙ্গলবার ভোরে একই স্থান থেকে আরও দশ ট্রাক সার আসে। সেগুলোও নকল সন্দেহে আটক করা হয়েছে। পরে আসা ওই দশ ট্রাকে ১৪০ মেট্রিক টন সার আছে। সব মিলিয়ে ১৭ ট্রাকে ৪ হাজার ৭৬০ বস্তায় ২৩৮ মেট্রিক টন সার রয়েছে।
বগুড়ার বাফার গুদাম ইনচার্জ মোস্তফা কামাল জানান, বিষয়টি চট্টগ্রাম টিএসপি সার কারখানা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানোর পর সারগুলো পরীক্ষা করার জন্য চট্টগ্রাম থেকে তিন সদস্যের একটি টিম বগুড়ায় এসেছেন। পরীক্ষার পর সারগুলো সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে। সারগুলোর পরিবহন করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এমএইচআর করপোরেশন।
মঙ্গলবার দুপুরে তদন্ত কমিটির সদস্য চট্টগ্রাম টিএসপি কমপ্লেক্সের ব্যবস্থাপক (প্রশাসন) মাজহারুল ইসলাম বলেন, সারের বস্তাগুলোর ভিন্নতা পরিলক্ষিত হওয়ায় বগুড়া বাফা থেকে চিঠি দেয়া হয়েছে। সেই চিঠির প্রেক্ষিতে তিন সদস্যর তদন্ত কমিটি আমরা বগুড়ায় এসেছি। আমরা সারের বস্তাগুলো দেখছি, ভিন্নতা আছে কিনা তা পরীক্ষা চলছে। যেহেতু এগুলো কেমিক্যাল, তাই আমরা সারের নমুনা নিয়ে যাব। আমাদের ল্যাবে নিয়ে পরীক্ষা করব। পরীক্ষা শেষে আগামী ৩ দিনের মধ্যে ফলাফল যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পরীক্ষা করলেই নকল নাকি ভেজাল মেশানো বা কতটা ভাল তা নিশ্চিত হওয়া যাবে বলেও জানান।
বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক জানান, বগুড়া বাফার গোডাউনে অভিযোগ আসে যে, চট্টগ্রাম থেকে ট্রাকে টিএসপি সার বগুড়া বাফার গোডাউনের দিকে রওনা দেয়। পথে কোন এক জায়গায় ঐ সার ভর্তি ট্রাকটি থেমে ভেজাল বা নকল সার ভর্তি করে বগুড়ার দিকে যাচ্ছে। এমন সংবাদে বগুড়া বাফার ইনচার্জকে জানালে সার গোডাউনে না ঢোকানোর নির্দেশ দেয়া হয়। ইতিমধ্যেই বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সারের নমুনা সংগ্রহ করে রাজশাহীতে সংশ্লিষ্ট ল্যাবে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ