ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন ভাড়া মূল্য বৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুরে উপজেলার আশুরাইল বেনীপাড়া মাদরাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার।
উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম চৌধুরী লিটন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হান্নান, সাবেক সিনিয়র সহ-সভাপতি ওমরাও খান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জালাল, যুবদল নেতা মোকাররম হোসেন আদি, আজহারুল ইসলাম দিদার, জেলা ছাত্রদলের আহবায়ক রুবেল চৌধুরী ফুজায়েল, সদস্য সচিব মোহসিন মিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর