গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালের বারান্দায় এলোমেলো ভাবে মোটরসাইকেল পার্কিং করার অভিযোগ পাওয়া গেছে। এতে রোগী ও তাদের স্বজনদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ওই হাসপাতালে সরেজমিনে গিয়ে ও রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালের ভিতরে এলোমেলো ভাবে অটোরিকশা ও মোটরসাইকেল পার্কিং করে আসছে বিভিন্ন ক্লিনিকের দালাল ও অটোরিকশা চালকরা। যার কারণে হাসপাতালের প্রবেশ পথ থেকে শুরু করে ভিতরে ঢুকতে চরম বেগ পেতে হয় রোগী ও তাদের স্বজনদের। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে, সরকারী হাসপাতালের বারান্দায় এলোমেলো ভাবে কর্মচারীদের মোটরসাইকেল পার্কিং ব্যবস্থা। নিয়মিত এভাবে সরকারি হাসপাতালের বারান্দায় পার্কিং ব্যবস্থা করায় রোগী ও তাদের স্বজনদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
হাসপাতালের বারান্দায় পার্কিং করা মোটরসাইকেলের মালিক ওই হাসপাতালের স্টোরকিপার বলেন, হাসপাতালের ভিতর থেকে মোটরসাইকেল চোরে নিয়ে যায়। তাই আমরা হাসপাতালের বারান্দায় মোটরসাইকেল রাখছি। পার্কিং করা অপর মোটরসাইকেলের মালিক ও ওই হাসপাতালের ফার্মাসিষ্ট অজিদ কুমার বলেন, এর আগেও কয়েকটি মোটরসাইকেল চুরি হয়েছে। তাই ভয়ে মোটরসাইকেল ভিতরে ঢুকিয়ে রাখছি।
এসময় সেবা নিতে আসা আবুল হাসান, রোগীর স্বজন আলী আহম্মদসহ আরো অনেকে বলেন, এভাবে হাসপাতালের প্রবেশ পথ থেকে ভিতর পর্যন্ত এলোমেলো ভাবে অটোরিকশা ও মোটরসাইকেল পার্কিং করায় রোগী নিয়ে চলাচল করতে সমস্যা হচ্ছে। তারা অভিযোগ করে বলেন, এটা একটি সরকারী হাসপাতাল, অথচ এখানকার ডাক্তার-কর্মচারীরা মনে করেন, এটা যেন তাদের নিজের বাড়ি। ঠিক মতো ডাক্তারও পাওয়া যায় না, তাদের খাম-খেয়ালী ও দায়িত্ব অবহেলাসহ হাসপাতালের নানা অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনরা।
সরকারী হাসপাতালের বারান্দায় মোটরসাইকেল পার্কিংয়ের বিষয়ে জানতে চাইলে ওই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নাজমুন নাহার ক্ষিপ্ত হয়ে উঠেন। এসময় তিনি বলেন, এর আগেও হাসপাতালের ভিতর থেকে মোটরসাইকেল ও স্বর্ণালংকার চুরি হয়েছে। তাই আমাদের কর্মচারীরা মোটরসাইকেলগুলো ভিতরে রেখেছেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা আল বেলাল জানান, আমরা বার বার বলার পরও পার্কিংওয়ালারা আমাদের কথা শুনছেন না। এ কারণে দুর্ভোগ তো হচ্ছেই, আমাদেরও হাসপাতালে ঢুকতে অনেক সময় লাগে। তবে চুরি হওয়ার আতঙ্কে কর্মচারীরা ভিতরে মোটরসাইকেল রাখছে।
বিডি প্রতিদিন/হিমেল