ফেনীর সোনাগাজীতে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষের ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে প্রধান আসামি করে ৪৭ জনের নাম উল্লেখ করে ১৭৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক সৌরজিৎ বড়ুয়া ও মাঈন উদ্দিন বাদী হয়ে মঙ্গলবার দুপুরে পৃথক দুটি মামলা করেন। মামলায় রিপন (২৮) নামে এক ব্যক্তিকে এ দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এর আগে সোমবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ চলাকালে বিএনপি কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুই পুরিশ কর্মকর্তাসহ কমপক্ষে ১০ জন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৬০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
পুলিশ জানায়, সোনাগাজীতে একই দিন আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচি থাকায় পৌর এলাকায় উত্তেজনা বিরাজ করে। পুলিশের অনুরোধে বিএনপি তাদের সমাবেশের স্থান পরিবর্তন করে ভৈরব রাস্তা নামক স্থানে আয়োজন করে। সমাবেশ শুরুর কিছু সময় পর প্রধান সড়কে কোস্টগার্ডের একটি খালি গাড়ি দেখে পুলিশের গাড়ি মনে করে বিএনপির ৩০-৪০ জন নেতাকর্মী গাড়িটি ধাওয়া করে। এসময় আঞ্চলিক হাঁস প্রজনন খামারের সামনে দায়িত্বরত পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ এসময় প্রায় ৬০ রাউন্ড গুলি করে। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খালেদ হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল