গাজীপুরের কোনাবাড়ী এলাকায় স্ত্রীকে হত্যার ৩৬ ঘণ্টার মধ্যে স্বামীকে গ্রেফতার করেছে জিএমপি পুলিশ। গ্রেফতারকৃত মো: লাল চাঁন মিয়া (৪০) সিরাজগঞ্জের শাহজাদপুর থানার পোতাজিয়া (কাঠুরিয়া পাড়া) গ্রামের হাসান মোল্যার ছেলে। নিহত রিনা একই উপজেলার আন্দারকোটা পাড়া গ্রামের গেদু শেখের মেয়ে। লাল চাঁন মিয়া গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি নামাপাড়া নজরুলের বাড়ীর ভাড়াটিয়া।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবু সায়েম নয়ন জানান, রিনা ও তার স্বামী চান মিয়া কয়েকদিন আগে কোনাবাড়ি কুদ্দুস নগর এলাকায় বাসা ভাড়া নেন। রিনা স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। শনিবার দুপুরে প্রতিবেশীরা বসতঘরের ভেতর রিনার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। নিহতের গলায় ওড়না পেঁচানো ছিল। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় স্বামী পলাতক ছিল। এ ঘটনায় জিএমপির কোনাবাড়ি থানায় নিহতের বড় ভাই ২৮ আগস্ট মামলা দায়ের করেন। পরে সোমবার বরিশাল জেলার বিমানবন্দর থানা এলাকা থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে সিআইডির সহযোগীতায় চান মিয়াকে গ্রেফতার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি নিজেই তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে পুলিশেকে জানিয়েছে। স্ত্রীর পরকীয়া সন্দেহে স্বামীর সঙ্গে কলহ চলছিল। এর জেরেই শুক্রবার রাতে ঘুমন্ত স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যান স্বামী চান মিয়া। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম