ফরিদপুরের বোয়ালমারীতে শাহাবুদ্দীন শেখ (৬৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা। তার ১ ছেলে ও ৫ মেয়ে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছেন।
এলাকা ও থানা সূত্রে জানা যায়, বুধবার ভোরে রাখালগাছি গ্রামের শাহাবুদ্দীন শেখ বাড়ির পাশের আমগাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।পরে লোকজন দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
লাশ উদ্ধারকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক রানা বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম