শেরপুরের শ্রীবরদীতে সীমা আক্তার (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের আশ্বিনাকান্দা গ্রামের স্বামীর বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত সীমা আক্তার ওই গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি বেঁধে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।
জানা যায়, এই দম্পতির একটি ছেলে সন্তান আছে। সম্প্রতি তাদের স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এরই জের ধরে আজ শাশুড়ির সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে সকাল ১০টার দিকে সীমা আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট ও তদন্তের পরই আসল সত্য জানা যাবে।
বিডি প্রতিদিন/আবু জাফর