বগুড়ার শাজাহানপুরে নর্দান অটো রাইস মিলের ছাদ থেকে পড়ে শহিদুল ইসলাম (৪০) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। নিহত শহিদুল ইসলাম নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারসো গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি উপজেলার উমরদীঘি এলাকায় নর্দান অটোরাইস মিলের ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার বেলা ১১টায় আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, রাইস মিলের দোতলায় টাইলসের কাজ চলছিল। ফোরম্যান শহিদুল ইসলাম সেই কাজের তদারকি করছিলেন। এসময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গিয়ে মাথা ফেটে আহত হোন। তাকে মিলের কর্মচারীরা বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এমআই