শেরপুরে দুই শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় শামীম মিয়া (২১) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়েছে। বুধবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান একমাত্র আসামির উপস্থিতিতে ওই রায় পড়ে শুনান। একইসাথে আসামি শামীম মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ের আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শামীম নকলা উপজেলার ভুরদী নয়াপাড়া গ্রামের নওশেন আলীর ছেলে।
রায়ের বিষয় নিশ্চিত করে ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, ২০১৯ সালের ৯ মে বিকেলে নকলা উপজেলার ভুরদী নয়াপাড়া গ্রামের কৃষক পরিবারের চাচাতো-জ্যাঠাতো দুই শিশুকন্যাকে শামিম বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ফসুলিয়ে ধর্ষণ করে। ওই দুই তখন শিশু স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। ওই রাতেই দুবোন অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজনদের ঘটনা খুলে বলে। ঘটনায় পরদিন নকলা থানায় শামীম মিয়াকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। পরে পুলিশের হাতে গ্রেফতার হয় শামীম মিয়া। তদন্ত শেষে একই বছরের ৮ সেপ্টেম্বর একমাত্র আসামি শামীমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে নকলা থানা পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত এই রায় দেয়।
বিডি প্রতিদিন/এএ