নীলফামারী জেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১২টার দিকে জেলা যুবলীগের আয়োজনে শহরের চৌরঙ্গী মোড়ে ৩ ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
১৯৭৫ সালের ৩০ আগস্ট সে সময়ের মহকুমা শহরে অবস্থিত নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আততায়ীর গুলিতে নিহত হন বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী। সে সময়ে মামলা হলেও বিচারবিহীনভাবে কেটে যায় ৪৭ বছর।
মানববন্ধন শেষে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। জেলা যুবলীগের সহ-সভাপতি সুধির চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহামুদ, জেলা যুব মহিলা লীগের সভাপতি শান্তনা চক্রবর্তী, সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলীর সন্তান জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামরুজ্জামান কামরুল প্রমুখ।
বক্তারা দ্রুত ওই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর