গাজীপুরের কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের কার্যালয়ে এলাকায় পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বুধবার বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবারক হোসেন মোড়ল। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিয়াদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম সিকদার, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজাদ কামাল সোহান, পৌর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি শেখ মোঃ ওয়াসিমসহ বিভিন্ন নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এএ