শোকাবহ আগস্টের শেষ দিনে লক্ষ্মীপুরে বিশেষ ৫টি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে। বুধবার রাতে শহরে একটি রেষ্টুরেন্টে আমরা ক’জন মুজিব সেনার আয়োজনে আলোচনা সভায় এ ৫টি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
এসময় ‘৭৫ সালের ১৫ আগস্টের কালোরাত্রিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের স্বজনদের নৃশংস হত্যাকান্ডের ঘটনা সম্বলিত দীর্ঘ প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সভায় ভয়াবহ গ্রেনেড হামলা ও ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনার উপর ভিত্তি করে পৃথক প্রামান্য চিত্র প্রদর্শিত হয়। একই সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়ান দিবস উপলক্ষে বিশেষ প্রামান্য চিত্র প্রদর্শন করে এ সংগঠন।
সংগঠনের সভা পরিচালনা কমিটির সভাপতি কবি মুজতবা আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমরা ক’জন মুজিব সেনা’র প্রতিষ্ঠাতা সভাপতি এএফএম জসীম উদ্দিন। সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন আজিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- ২১ আগস্টের ঘটনার প্রত্যক্ষদর্শী আওয়ামী লীগ নেতা মো. আবুল কাশেম প্রমুখ। এর আগে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ সহ ১৫ আগস্ট, ১৭ আগস্ট ও ২১ আগস্টের নিহতদের শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। শেষে বঙ্গবন্ধু ও স্বাধাীনতা বিষয়ে রচিত শিশুতোষ বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম