গাজীপুরের কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কালিয়াকৈরে কর্মরত সাংবাদিকদের সাথে বুধবার বিকালে উপজেলা হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ টাকা দরে চাল বিক্রি নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় ইউএনও তাজওয়ার আকরাম সাকাবি ইবনে সাজ্জাদ বলেন, বৃহস্পতিবার থেকে সারা দেশের ন্যায় ওএমএস ও টিসিবি কার্ডধারীদের মধ্যে অল্প মূল্যের পণ্য বিতরণ কর্মসূচি শুরু হবে। উপজেলায় ২৪ হাজার ৮১ জন টিসিবির কার্ডধারী রয়েছে। টিসিবি কার্ডধারী ছাড়াও ওএমএস কর্মসূচিতে যে কোন ব্যক্তি ৩০ টাকা দরে ৫ কেজি চাল ক্রয় করতে পারবেন। তবে এই কর্মসূচি ১৫ দিন পরপর চালু থাকবে। তিনি এ কর্মসূচির বিতরণকারী ঠিকাদার প্রতিষ্ঠানের কোনো অনিয়ম থাকলে, তার তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
এ সময় ইউএনওর সাথে বিনিময় সভায় উপস্থিত ছিলেন কালিয়াকৈর প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, কালিয়াকৈর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম তুষারী, কালিয়াকৈর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদী, আলহাজ হোসেনসহ সাংবাদিকরা ।
বিডি প্রতিদিন/এএ