টাঙ্গাইলে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি শুরু করা হয়েছে। আজ সকাল সাড়ে ৮টায় শহরের তালতলা মোড় এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। জেলার মোট ৫২টি কেন্দ্র থেকে প্রতিদিন এ চাল বিক্রি করা হবে।
খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌর মেয়র এসএম সিরাজুল হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর হোসেন সহ খাদ্য বিভিাগের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা।
জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে চালের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ যাতে খাদ্য সংকটে না পড়ে সে কারণে সরকার ভর্তুকি মূলে চাল ও আটা বিক্রি করছে। এর আওতায় জেলার ৫২টি কেন্দ্রে মাধ্যমে প্রতিদিন ১০৪ টন চাল বিক্রি করা হবে। এছাড়া টিসিবিএর মাধ্যমে জেলার ১ লক্ষ ৬৮ হাজার পরিবারের মাঝে চিনি, ডাল তেল বিক্রি কার্যক্রম চলছে। এতে সাধারণ মানুষ স্বস্তিতে থাকবে।
বিডি প্রতিদিন/ফারজানা