লালমনিরহাটের হাতীবান্ধায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হাসানুর রহমান (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসানুর উপজেলার দইখাওয়া মধ্যপাড়া এলাকার ইমান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে কাঁঠাল গাছের উপরে উঠে পাতা পাড়ানোর সময় ওই গাছের পাশেই ছিল ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের তার। এ সময় সে একটি গাছের ডাল কাটতে থাকে। গাছের ডালটি সেই তারের উপর পরার সাথে সাথে সে গাছ থেকে ছিটকে পড়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী শাহিনুর ইসলাম বলেন, ছাগলকে কাঁঠালের পাতা খাওয়ার জন্য সে কাঁঠাল গাছে উঠে ডাল কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে তার মৃত্যু হয়। এ বিষয়ে গোতামারী ইউপি চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে গাছ থেকে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পায়। এতে করে সে ঘটনাস্থলেই মারা যায়।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শহিদুল ইসলাম বলেন, ওই কিশোরের হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। আর হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর