নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল কর্মী রাজা আজমেদ শাওন হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বগুড়া জেলা বিএনপি। দলের দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শনিবার দুপুরে শহরের নবাববাড়ী সড়কের জেলা কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মো. সিরাজ, বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম।
সমাবেশে বক্তারা, পুলিশের গুলিতে নিহত শাওন হত্যার বিচার দাবি করেন।
এ ছাড়া আজকের বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য মোশারফ হোসেন, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর হেনা, লাভলী রহমান, এমআর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, কেএম খায়রুল বাশার ও মনিরুজ্জামান মনি প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর