নেত্রকোনার মদনে বজ্রপাতে ফারুক মিয়া (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার গঙ্গানগর গ্রামের সামনে হাওরে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত ফারুক মিয়া উপজেলার মদন সদর ইউনিয়নের গঙ্গানগর গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ফারুক মিয়া তার নিজ গ্রামের সামনের হাওরে শনিবার দুপুরে মাছ ধরতে যান। এ সময় ভারী বৃষ্টি শুরু হলে বাড়ির দিকে রওনা হতেই বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে আশপাশের কৃষকরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, ফারুক মিয়া নামে এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর