রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে পানিতে ডুবে আরিশা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। শিশু আরিশা ওই এলাকার মো. আতিয়ার রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আরিশার মা ও দাদা পাট রৌদ্রে পাট শুকানোর কাছে ব্যস্ত ছিলেন। শিশুটি তাদের পাশে বসে ছিল। শিশুটির মা বাড়ীতে চলে যায়। আরিশার দাদা ভেবে নেয় শিশুটি হয়তো তার মায়ের সাথে বাড়ীতে গিয়েছে। পরে জানা যায়, আরিশা মৃধাবাড়ীর পুকুরে পড়ে মারা গিয়েছে।
মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. টুকু মিজি বলেন, আরিশা নামে এক শিশু পানিতে ডুবে মারা গিয়েছে। আমার পরিষদের সদস্যরা সেখানে রয়েছে।
বিডি প্রতিদিন/এএম