সারাদেশে পুলিশ ও সরকার দলীয় সন্ত্রাসীদের হামলা ও পুলিশ গুলিবর্ষণ করে অসংখ্য নেতাকর্মীকে আহত করা এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মো. শাওনকে হত্যার প্রতিবাদে দিনাজপুরে বিএনপি প্রতিবাদ সমাবেশ করেছে।
সমাবেশে বক্তারা বলেন, হত্যা, গুম, খুন, মামলা ও হামলা করে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দিতে চায়। কিন্তু এসব করে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে দমানো যাবে না। বিএনপির নেতাকর্মীরা সরকারের এই জুলুম-নির্যাতনের দাঁতভাঙা জবাব দিবে। বক্তারা দলের প্রতিটি নেতাকর্মীকে আগামী দিনের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
শনিবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর