গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪০) এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে আরিচপুর নেকবর আলী মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশটি উদ্ধর করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়রা জানায়, শনিবার বিকাল পাঁচটায় রেললাইনে হাটছিলেন ওই ব্যক্তি। এ সময় ভৈরব থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিতাস এক্সপ্রেস নামক ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যায়।
এ বিষয়ে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি ইনচাজ উপ পরিদর্শক(এসআই) নূর মোহাম্মদ বলেন, মৃত ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
বিডি প্রতিদিন/এএম