গাজীপুরের টঙ্গীতে মো. নয়ন মিয়া (৩৫) নামে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পশ্চিম থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে সাতাইশ খরতৈল এলাকার আব্দুস সাত্তারের বাড়িতে। নিহত নয়ন মিয়া নেত্রকোনা জেলার মদন থানার গোবিন্দশ্রী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
এলাকাবাসী জানায়, নয়ন তার স্ত্রী ও পরিবারের সদস্যদের সাথে আব্দুস সাত্তারের ভাড়া বাসায় বসবাস করতেন। বেশ কয়েকমাস যাবত তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সষ্টিটিউট ও হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন তিনি। সকালে তিনি বাসা থেকে চা খাওয়ার জন্য বের হন। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে বাসার লোকজন তার কক্ষের দরজা বন্ধ পেয়ে তাকে ডাকাডাকি শুরু করেন। এসময় তার কোনো সাড়া শব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে ঘরের আড়াঁর সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে কক্ষের দরজা ভেঙ্গে নিহতের লাশ উদ্ধার করেন। নিহতের স্ত্রী কলি আক্তার জানান, তার স্বামী নয়ন মিয়া ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সষ্টিটিউট ও হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন। তারপরও তার কোনো উন্নতি হয়নি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. রবিউল আজম বলেন, নিহত নয়ন মানসিক রোগী ছিলেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ বিনা ময়নাতদন্তে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম