ফেনীর ছাগলনাইয়া থেকে ২০ কেজি গাঁজাসহ দুই সহোদরকে আটক করেছে র্যাব ৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। শনিবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহসড়কের ফেনীর ছাগলনাইয়া উপজেলায় একটি কাভার্ডভ্যান থেকে গাজাঁসহ তাদের আটক করা হয়। এসময় জব্দ করা হয় একটি কাভার্ডভ্যান।
আটক ব্যাক্তিরা হলেন- চালক মো. রাকিব হাওলাদার (২২) ও তার ভাই মোঃ রুবেল (৩০)। তারা উভয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বাগাট এলাকার আব্দুল কুদ্দুস এর ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় কুমিল্লা থেকে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান তল্লাশি করা হয়। এক র্পযায় চালকসহ তার ভাইকে আটকের পর তাদের জিজ্ঞাসাবাদে এবং দেখানো মতে গাড়ীর ড্রাইভিং সীটের নিচে দুইটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব ৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক সাদেকুল ইসলাম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম