কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোতালেব হোসেন (৪৬) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার খলিসাকুন্ডি মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। মোতালেব একই গ্রামের মৃত মজির উদ্দিন ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে খলিসাকুন্ডি মাঠপাড়ার স-মিলের পাশে একটি খাম্বায় উঠে বিদ্যুৎ থাকা অবস্থায় কাজ করতে যায়। এ সময় তিনি বিদ্যুতে শক খেয়ে পড়ে যান। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম