জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরীর (র.) পবিত্র ওফাত দিবস উপলক্ষে দু'দিনব্যাপী ইসলামী সম্মেলন শুরু হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার কৈজুড়ী জাকের মঞ্জিলে সারা দেশ থেকে লাখো শান্তিকামী মানুষ সমবেত হয়েছেন।
আরবি মাস অনুসারে ৭ সফর বিশ্বওলীর ওফাত দিবস। দিবসটি উপলক্ষে আজ ৬ সফর বাদ মাগরিব থেকে শুরু হয় ইসলামী সম্মেলন।
ফরিদপুরের কোতোয়ালির ঘোড়াদহে কৈজুড়ী জাকের মঞ্জিলে বাদ মাগরিব নফল নামাজ ও বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে শুরু হয় ইসলামী সম্মেলন।
আগামীকাল রবিবার বাদ আছর বিশ্বওলীর (র.) পবিত্র রওজা শরীফ যিয়ারতের মধ্য দিয়ে ইসলামী সম্মেলন সম্পন্ন হবে।
সম্মেলনে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বক্তব্য রাখবেন। একই সাথে বহির্বিশ্বের নানা দেশে জাকের পার্টি দিবসের কর্মসূচি পালন করবে।
ইসলামী সম্মেলনে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন