বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শনিবার বিকেলে শহরের শহিদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে এম সাইফুর রহমান রোড হয়ে এসআর প্লাজার সামনে সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, এম এ মুকিত, মোশাররফ হোসেন বাদশা, আব্দুর রকিব ছাবু, মুহিতুর রহমান হেলাল, মুজিবুর রহমান মজনু, মনোয়ার রহমান ও জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া প্রমুখ। এছাড়াও বর্ণাঢ্য র্যালিতে সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল