রংপুরের শ্যামপুর চিনিকলের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তারা। শনিবার দুপুরে গ্রাচুইটি এবং পিএফ ফান্ডের টাকার দাবিতে চিনিকলের সামনে অবস্থান নেন আড়াই শতাধিক শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী।
তারা বলেন, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত যারা অবসরে গেছেন তাদের গ্রাচুইটি এবং প্রভিডেন্ট ফান্ডের পাওনা পরিশোধ করা হচ্ছে না। এ কারণে অনেক অবসরপ্রাপ্ত কর্মচারীরা বিনা চিকিৎসায় মারা গেছেন। তারা সন্তানদের পড়াশুনা করাতে পারছেন না, দুর্মূল্যের বাজারে না খেয়ে জীবন যাপন করছেন। আগামী ৬ সেপ্টেম্বর মধ্যে পাওনা টাকা পরিশোধ করা না হলে মহাসমাবেশ করে যেসব চিনিকল চালু আছে সেখানে অবস্থান ধর্মঘট চালানো হবে। তারা উত্তরাঞ্চলে বন্ধ করা ছয়টি চিনিকলও অবিলম্বে চালুর দাবি জানিয়েছেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, শ্যামপুর সুগার মিলের ট্রাক্টর চালক আব্দুস সাত্তার চৌধুরী, ইলেকট্রিক বিভাগের কর্মচারী আক্তারুজ্জামান, ফায়ারম্যান আনসার আলীসহ অন্যরা। পরে তারা শ্যামপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আহসান হাবীবের সাথে সাক্ষাত করে দ্রুত গ্রাচুইটি ও পিএফ ফান্ডের টাকা পরিশোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
বিডি প্রতিদিন/হিমেল