অসচ্ছল নাগরিকদের বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করণে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় লিগ্যাল এইড উদ্বুদ্ধকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা হলরুমে দিনব্যাপী উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান মো. আকবর আলী শেখ।
এ সময় তিনি বলেন, সরকার অসচ্ছল ব্যক্তিদের বিনামূল্যে আইনি সহায়তা দিচ্ছে। আমরা চাই শুধু অর্থের অভাবে কেও যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হন। ‘বিনামূল্যে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’।
উপজেলা লিগ্যাল এইডের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ প্রদীপ কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাস, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরুণ বাসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল হক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মানিক মজুমদার, জেলা জজ কোট পিপি দুলাল চন্দ্র সরকার প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা লিগ্যাল এইড অফিসার ইশরাত জাহান তামান্না। উদ্বুদ্ধকরণ সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন ও লায়লা পারভীন, আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাসান, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর