গাজীপুরে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি অস্ত্র ব্যবসায়ী নুরুল ইসলামকে (৩৪) গ্রেফতার করেছে পশ্চিম থানা পুলিশ।
জেলার টঙ্গী পশ্চিম থানাধীন হাজী মাজার বস্তি এলাকায় আজ রবিবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় ১৫০০ পিস ইয়াবা ও একটি রিভলবার উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নুরুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ রবিবার ভোরে হাজী মাজার বস্তি এলাকার বটতলার সামনে মাদক কেনাবেচা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে নুরুল ইসলামকে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে আসামি দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক এবং অবৈধ আগ্নেয়াস্ত্র ক্রয় বিক্রয়ের কথা স্বীকার করেন। এরপর পুলিশ ওই এলাকায় আসামির নিজ বাসায় তল্লাশি চালিয়ে একটি রিভলবার উদ্ধার করে।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলমের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে পুলিশের ডিসি ইলতুৎ মিশ বলেন, আসামি মো. নুরুল ইসলামের বিরুদ্ধে ডিএমপি এবং জিএমপির বিভিন্ন থানায় পাঁচটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। টঙ্গী পশ্চিম থানায় আরও দুইটি মামলা হলো। অপরাদধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ