যশোরের বেনাপোল সীমান্ত থেকে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রাসহ একজনকে আটক করেছে বিজিবি। গতকাল বিকালে বেনাপোল চেকপোষ্ট এলাকা থেকে মুদ্রা পাচারকারী আশিক নামে একজনকে আটক করে বিজিবি। যশোর বিজিবির কমান্ডিং অফিসার লেঃ কর্নেল সৈয়দ মিনহাজ আহমেদ জানান, আটককৃত ব্যক্তির শরীর ও ব্যাগ তল্লাশি করে ইউএস ডলার ২২ হাজার ৩শ, সৌদি রিয়াল ৫৭ হাজার, কানাডিয়ান ডলার ১০ হাজার, ভারতীয় রুপি ৭২০ ও বাংলাদেশী টাকা ৭ হাজার ৪৩০ টাকা। ধৃত ব্যক্তির নাম আশিক সে শরীয়তপুর জেলার জাজিরা থানার কলিমোল্লা মাস্টার কান্দি গ্রামের নুরুল হক মোল্লার ছেলে।
বিজিবি জানায়, মুদ্রা পাচারকারী ভারত থেকে পাসপোর্টে বাংলাদেশে প্রবেশের পর সন্দেহ জনক ঘুরাঘুরি করতে থাকে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে ক্যাম্পে নিয়ে তল্লাশি করলে তার কাছ থেকে উল্লেখিত পরিমান ডলার- রিয়াল ও রুপি পাওয়া যায়।
আটককৃত ব্যক্তিকে মামলা দিয়ে গতকাল রাতে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ