বেনাপোল পোর্ট থানা পুলিশ ১৪ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করেছে। এর মধ্যে গতকাল শনিবার রাতে থানার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৩ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার করেছে। আসামিদের অধিকাংশ মাদক মামলায় সাজাপ্রাপ্ত। এ ছাড়া আজ রবিবার সকালে আসামি শরিফুল ইসলামকে (২৪) বেনাপোল ছোটআঁচড়া মোড় এলাকা থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ আটক করে। সে ছোটআঁচড়া গ্রামের আ. রাজ্জাকের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভুঁইয়া জানান, জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দারের নির্দেশে পোর্ট থানা পুলিশ শনিবার রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের আটক করেন।
আটককৃত আসামিদের মধ্যে আছেন মো. আনোয়ার ওরফে আনার, রিয়াজুল ইসলাম শরি মেম্বার, ওহিদুজ্জামান, অনন্যা বেগম, মো. নেওয়াজ শরীফ, শাহাদত হোসেন ফকির, মো. জসিম সরর্দার, মো. আজগর সরদার, রোমেছা পারভীন প্রমুখ।
গ্রেফতারকৃত আসামিদের সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা