দিনাজপুরের বিরামপুরের ভাইগড় সীমান্ত এলাকায় গাঁজাসহ মনছুর আলী বল্টু নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার প্রতিবেশীর বাড়িতেও অভিযান চালানো হলে সেখান থেকে আরো পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। রবিবার সকালে আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত এলাকার নিশিবাপুর গ্রাম থেকে ওই যুবককে আটক করে পুলিশ।
আটক যুবক মনছুর আলী (৪০) বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত এলাকার নিশিবাপুর গ্রামের হরমুজ আলী সরকারের ছেলে।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাইগড় সীমান্তের নিশিবাপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় মনছুর আলীর বাড়ি থেকে পাঁচ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। তিনি ওই সময় ঘুমিয়ে ছিলেন। পরে তার দেওয়া তথ্যে প্রতিবেশী মাদক কারবারি রুবেল হোসেনের বাড়িতেও অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল পালিয়ে গেলেও তার বাড়ি থেকে আরও পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানায়, গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ওই মনছুর আলীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকের মামলা দিয়ে গতকাল রবিবার সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়। তবে অন্য আসামিদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এএ