সিরাজগঞ্জের কাজিপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার সোনামুখী ইউনিয়নের রশিকপুর এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আসামি রশিকপুর গ্রামের মৃত শাহ আলীর ছেলে মাসুদ (৩৫)।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শ্যামল কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃত আসামি দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে কাজিপুরসহ জেলার বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছিল।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রশিকপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করি। আটককৃত আসামির বিরূদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ