ময়মনসিংহের ফুলপুরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ রবিবার ভোরে উপজেলার ছনধরা ইউনিয়নের ছয় মাইল নামক স্থানে রাসেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে পাকা রাস্তায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- হালুয়াঘাট উপজেলার ঘাসিগাঁও গ্রামের আকিকুল ইসলামের পুত্র মোশারফ পারভেজ (২০), একই গ্রামের জৈমত আলীর পুত্র জাহাঙ্গীর আলম (২০) ও বড়বিলা গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র পলাশ মিয়া (২৫)।
ফুলপুর থানার এসআই বকুল সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় আসামিদের তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাদেরকে দুপুরে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ