দিনাজপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরি কমিটির নির্বাচনে একরামুল আমিন সভাপতি ও তৌহিদুল হক সরকার পুনরায় সম্পাদক নির্বাচিত হয়েছেন। ওই প্যানেল ১৫ পদের মধ্যে ১৪টি পদে বিজয়ী হয়েছে।
শনিবার দিবাগত রাত ১০টায জেলা আইনজীবী সমিতির নির্বাচনের জন্য গঠিত কমিশনের প্রধানঅ্যাডভোকেট সরোজ গোপাল রায় এই ফলাফল ঘোষণা করেন।
এছাড়াও নির্বাচিতরা হলেন সহ-সভপতি মো. মজিবর রহমান ও মোঃ নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, ইন্দ্রোজিৎ কুমার রায় অনিক, কোষাধ্যক্ষ পদে রনি চন্দ্র রায়, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে কোহিনুর পারভীন (চিস্তি), সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক আলহাজ্ব মো. মিজানুর রহমান, পাঠাগার সম্পাদক পদে মো. আব্দুল মাসুদ উজ্জল এবং ৫টি সদস্য পদে নির্বাচিতরা হলেন মো. আবুল কালাম আজাদ, মো. মাসুদ রানা, মোছা. সাবিনা ইয়াসমিন, মো. মইনুল হোসেন ও মো. আরিফ ইকবাল হাশমী।
এর আগে শনিবার জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। এতে ৫৩৯ জন্য ভোটারের মধ্যে ৫১৪ জন ভোটার ভোট প্রদান করেন।
বিডি প্রতিদিন/হিমেল