নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন হত্যা, সারাদেশে সরকারদলীয় সন্ত্রাসী ও পুলিশের হামলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা যুবদলের আয়োজনে রবিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহবায়ক শরীফ-উর জামান সিজার। বক্তব্য রাখেন বিএনপি নেতা আক্তারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক বকুল হোসেন, যুবদল নেতা রবিউল হক প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ