ঝালকাঠি পৌর শহর এলাকায় অবৈধ ইজিবাইক আটকের প্রতিবাদে দুপুর থেকে ধর্মঘট ও বিক্ষোভে নেমেছে ইজিবাইক শ্রমিকরা। এতে দুর্ভোগে পরতে হয়েছে শহরের ভেতর চলাচলকারী শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের। ইজিবাইক রাস্তায় না থাকায় কয়েকগুণ বেশি ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের। তবে শহরে বিকল্প পরিবহন হিসেবে ভ্যানে চড়ে গন্তব্যে যেতে দেখা গেছে অনেককে।
পৌর কর্তৃপক্ষ বলছেন ঝালকাঠিতে তাদের দেয়া ইজিবাইকের লাইসেন্স সংখ্যা ১১৭০ টি। কিন্তু শহরে অটোর (ইজিবাইজ) সংখ্যা প্রায় ৪ হাজার। যা সবই অবৈধ। এতে শহরে যান চলাচলে বিঘ্ন ঘটছে। তাই পৌরসভা থেকে রবিবার সকাল থেকে চেকপোষ্ট বসিয়ে অবৈধভাবে চলা ইজিবাইক আটক অভিযান শুরু করে। ৩টি আটক করার পরেই শহরের বিভিন্ন পয়েন্টে অটো শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। যা দুপুর গড়িয়ে গেলে ধর্মঘটে রুপ নেয়।
ঝালকাঠি ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও কেওড়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ খান বলেন, 'ঝালকাঠি শহরে রিক্সায় মোটর লাগিয়ে অবৈধ যান বানিয়ে চালানো হচ্ছে প্রায় ১০০ টি মোটর রিক্সা। সেগুলোর বিষয়ে পৌর মেয়রের মাথা ব্যথা নেই। সকাল থেকে ইজিবাইক আটক শুরু করেছে। আমরা আমাদের বিক্ষোভ চলমান রাখবো।
পৌর মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদার বলেন, ১১৭০ টি গাড়িকে লাইসেন্স দিয়েছি। বাকি যা আছে সব অবৈধ। লাইসেন্সবিহীন গাড়ি বন্ধে আমাদের কার্যক্রম চলমান থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল